top of page

ওঁ, য়া ব্রহ্মাচ্যুতশঙ্কর প্রভৃতিভিহির্দেবৈ: সদা বন্দিতা

সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।।

 

পরম সত্বার জ্ঞানদায়ীকা রূপ দেবী সরস্বতী। তাঁকে ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রভৃতি

দেবতারা সর্বদাই বন্দনা করেন।

আমরা এবারে তাঁর পূজার কিছু মন্ত্র আবৃত্তি আমাদের শিশু সন্তানদের কন্ঠে শুনবো

পূজার অঙ্গ হিসেবেই।

দেবীর আশীর্বাদে, সবার শুভেচ্ছায় আমাদের শিশুরা পূর্ণ থেকে পূর্ণতর হয়ে উঠুক।

অজ্ঞানের অন্ধকার ওদের মধ্যে ক্রমাগত নিঃশেষ হতে থাকুক।

Tickets Sold Out!

Saraswati_2024.png

Upcoming Next

JoyBabaLokNath_Paduka_2024.jpeg
bottom of page